জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সদর উপজেলা, কোটালীপাড়া, কংশুর, উলপুর ও গান্ধিয়াশুর এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় নাশকতার পরিকল্পনার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
সকালে উলপুর এলাকায় পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘‘এনসিপির পদযাত্রা বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।’’
একই দিন বেলা ১১টার দিকে গান্ধিয়াশুর এলাকায় টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কে গাছ ও ইট ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা। ইউএনও এম রকিবুল হাসান জানান, শহরের পৌর পার্কে এনসিপির কর্মসূচি বানচালের উদ্দেশ্যে এই অবরোধ ও হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আমার গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।’’
এই ঘটনার পর গোপালগঞ্জে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।