Ridge Bangla

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরে ৯৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বৃষ্টিতে শহরের সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড়, গোয়ালগাড়ীসহ বহু এলাকায় রাস্তা ডুবে যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি ঢুকে পড়েছে অনেক বাড়িঘরেও। বড়গোলা এলাকার বাসিন্দা কাজল হোসেন বলেন, “সামান্য বৃষ্টিতেই পানি জমে। ড্রেন ঠিক না থাকায় এবার ঘরের ভেতরেও পানি ঢুকেছে।”

বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা পড়েছেন বড় সমস্যায়। বৃষ্টির কারণে রিকশার সংকট দেখা দিয়েছে, আবার পাওয়া গেলেও ভাড়া ছিল দ্বিগুণ। মানিক রহমান নামে এক অভিভাবক বলেন, “রিকশা পাই না, পেলেও ভাড়া দ্বিগুণ। বাচ্চা নিয়ে কাদায় হেঁটে যেতে হয়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কবীর জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার মাদ্রাসা এলাকায় বজ্রপাতে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। বিষয়টি শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ নিশ্চিত করেছেন।

বৃষ্টির ফলে শহরের রাস্তাঘাট, শিক্ষার্থী, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন