দীর্ঘ প্রতীক্ষার পর হ্যারি পটার ভক্তদের জন্য এল সুসংবাদ। অবশেষে প্রকাশ হলো নতুন হ্যারি পটার সিরিজের প্রথম লুক, যেখানে হ্যারি চরিত্রে আছেন ডমিনিক ম্যাকলাফলিন। গোল ফ্রেমের চশমা, হগওয়ার্টস ইউনিফর্ম, চেনা হাসি—সব মিলিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা।
হ্যারি পটারের দুই বিশ্বস্ত সঙ্গী হারমায়োনি গ্রেঞ্জার ও রন উইজলি চরিত্রে অভিনয় করছেন আরাবেলা স্ট্যানটন ও অ্যালাস্টার স্টাউট। প্রায় ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে এই তরুণ ত্রয়ীকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
নতুন সিরিজে আরও দেখা যাবে ররি উইলমোট (নেভিল লংবটম), আমোস কিটসন (ডাডলি ডার্সলি), লুইস ব্রেলি (ম্যাডাম হুচ) ও অ্যান্টন লেসার (ওলিভান্ডার)-কে।
এইচবিও ও এইচবিও ম্যাক্স ২০২৭ সালে সিরিজটি প্রচার শুরু করবে। যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও লিভসডেনে শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। শোরনার ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালক মার্ক মাইলড-এর তত্ত্বাবধানে, জে. কে. রাউলিংয়ের লেখা সাতটি বই অনুযায়ী সাতটি সিজন নির্মিত হবে।
নতুন তারকা তালিকায় রয়েছে চমকও। অস্কার মনোনীত জন লিথগো থাকছেন ডাম্বলডোর, পাপা এসসিয়েডু হবেন স্নেইপ, জ্যানেট ম্যাকটিয়ার (ম্যাকগনাগল), নিক ফ্রস্ট (হ্যাগ্রিড), লুক থ্যালন (কোয়েরেল), ও পল হোয়াইটহাউস (ফিলচ)।
প্রসঙ্গত, ২০০১ সালে ‘‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’’ দিয়ে শুরু হয়েছিল জনপ্রিয় এই সিরিজ, যা শেষ হয় ২০১১ সালের ‘‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২’’-এর মাধ্যমে।
নতুন এই সংস্করণ ভক্তদের মাঝে ইতিমধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে। সিরিজের নির্দিষ্ট মুক্তির তারিখ এখনও প্রকাশ না হলেও, শুটিং শুরু হওয়ায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী আপডেটের জন্য।