অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘জুলাই স্মরণ’ কর্মসূচিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং সবাইকে একত্রিত করে।”
গতরাতের শহীদ মিনারে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে ফারুকী বলেন, “শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে যে ‘জুলাই স্মরণ’ শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উচ্চ মানের। বিএনপির চিন্তাশীল নেতারা যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তারা বড় ধরনের অভিনন্দনের দাবিদার।” তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য অংশীদাররাও দ্রুত তাদের কর্মসূচি নির্ধারণ করবেন।
ফারুকী লেখেন, “আমরা যদি এক থাকি, তাহলে আমাদের সামনে কিছুই টিকে থাকতে পারবে না। গত জুলাইয়ের অভিজ্ঞতা আমাদের তা দেখিয়েছে। তাই এই বছরের জুলাই যেন আমাদের ঐক্যের প্রতীক হয়ে ওঠে।”
তিনি জাতীয় স্মরণপঞ্জির আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে সবাইকে শুধু কেন্দ্রীয় নয়, বরং স্থানীয় ও অংশীদারদের আয়োজিত কর্মসূচিতেও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
পোস্টে সংগীতের প্রসঙ্গ টেনে ফারুকী লেখেন, “ধন্যবাদ দ্য রেড জুলাই দলকে আমাদের প্রিয় ‘জুলাই’ গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত বছরের অভ্যুত্থানে গানটি এক নতুন তাৎপর্য পেয়েছিল। আর অর্ক মুখার্জীর কণ্ঠে গাওয়া এই সংস্করণ এক কথায় অসাধারণ।”
ফারুকীর এই বার্তায় স্পষ্ট, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমানের শক্তি ও ভবিষ্যতের দিকনির্দেশনা।