Ridge Bangla

গাজার গণহত্যার প্রতিবাদে সোমবার রাজপথে নামার আহ্বান সারজিসের

সারজিস আলম

গাজার চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামীকাল বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধের দাবিতে তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু আমাদের দায়িত্ব শুধু তা পালনেই সীমাবদ্ধ রাখা উচিত নয়।”

তিনি উল্লেখ করেন, “মানুষ কিংবা মুসলিম হিসেবে আমাদের উচিত দল-মত নির্বিশেষে একযোগে রাজপথে নেমে ইসরায়েলি হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আমরা হয়তো সরাসরি গিয়ে গাজার ভাইদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু তাদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে দেশের রাজপথে অন্তত নামতে পারি।”

সারজিস আলম আরও বলেন, “এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল গাজার মজলুম মানুষের পক্ষে রাজপথে দাঁড়ানো উচিত। খুনি ও রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে আমাদের অবস্থান জানাতে হবে।”

তিনি প্রত্যেক জেলা ও অঞ্চলের ছাত্রজনতার প্রতি আহ্বান জানান, তারা যেন প্রতিনিধিত্বমূলকভাবে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচিটি পালন করেন। সারাদেশে ৭ এপ্রিল দল-মত নির্বিশেষে একটি মানবিক এবং ঐক্যবদ্ধ প্রতিবাদ হোক—এই প্রত্যাশা জানান সারজিস আলম।

আরো পড়ুন