ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, “৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সব পক্ষের সঙ্গে কাজ করব।” তিনি আরও বলেন, “কাতার ও মিসর শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করছে। তারা চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি হামাস এই প্রস্তাব গ্রহণ করবে। কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
ট্রাম্পের এই মন্তব্যের পর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকোফের প্রস্তাবিত যুদ্ধবিরতির ভিত্তিতেই ইসরায়েল রাজি হয়েছে। তবে আলোচনার দীর্ঘসূত্রতার একটি বড় কারণ হচ্ছে, ইসরায়েল যুদ্ধবিরতির পর আবার গাজায় হামলার অধিকার রাখতে চায়, যা হামাসের জন্য গ্রহণযোগ্য নয়।
হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো সাময়িক চুক্তিতে যাবে না। এই অবস্থায় কাতার, মিসরসহ অন্যান্য আরব মধ্যস্থতাকারীরা উভয়পক্ষের মধ্যে মতপার্থক্য দূর করতে কাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধ চান এবং হত্যাযজ্ঞের অবসান চান। হোয়াইট হাউসও জানিয়েছে, তারা যুদ্ধবিরতিকেই অগ্রাধিকার দিচ্ছে।
এই প্রেক্ষাপটে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই ওয়াশিংটনের চাপের মুখে ইসরায়েল কিছুটা নমনীয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।