এই প্রজন্মের উদীয়মান অভিনেতা ফররুখ আহমেদ রেহান অভিনয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই সমান তালে এগোচ্ছেন তিনি।
রেহানের মিডিয়ায় পথচলা শুরু র্যাম্প মডেলিং দিয়ে। তবে তার অভিনয়ে অভিষেক ঘটে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকের মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এই নাটকেই প্রথমবারের মতো নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন রেহান। এরপর আরও কয়েকটি নাটকে কাজ করে ধীরে ধীরে নিজেকে পরিণত অভিনেতা হিসেবে গড়ে তুলছেন তিনি।
সম্প্রতি রাফাত মজুমদার রিংক পরিচালিত ও দয়াল সাহার রচিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটকটি প্রকাশ পেয়েছে ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে। নাটকে ‘রেহান’ নামের মূল চরিত্রে অভিনয় করেছেন রেহান নিজেই। এতে তার অভিনয় ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে।
নাটকটিতে রেহানের পাশাপাশি অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার এবং তানজিন তিশার মতো অভিজ্ঞ শিল্পীরা। তাঁদের সমন্বয়ে নাটকটি হয়ে উঠেছে এক স্নিগ্ধ প্রেমের গল্প, যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
রেহানের অভিনয়ে পরিণত ভাব এবং চরিত্র ধারণের দক্ষতা নির্মাতাদের নজর কেড়েছে। ফলে তাকে নিয়ে নতুন প্রজেক্টে কাজের আগ্রহ বাড়ছে। তরুণ এই অভিনেতা নিজেকে আরও পরিণত করে ভবিষ্যতে বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখছেন। ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটকে তার সাবলীল উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, তিনি ভবিষ্যতে হতে পারেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একটি শক্তিশালী নাম।