ভিন্ন লুকে ধরা দিতে পারদর্শী চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার কনের সাজে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ ছবিতে দেখা যায়, দীঘি ঝলমলে বেনারসি ঘরানার কনের পোশাকে সেজে রয়েছেন রাজকীয় আয়োজনে।
ছবিতে দীঘিকে দেখা গেছে ভারি গহনা ও বোল্ড মেকআপে—মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় মোটা হার, হাতে চুড়ি; সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ বাঙালি বধূর সাজ। তার এই ব্রাইডাল লুক মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অনলাইনে।
ছবিগুলো দেখে অনেক নেটিজেন কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন, “তবে কি দীঘি সত্যিই বিয়ে করছেন?” কেউ কেউ মন্তব্য করেছেন, “এই রূপে যেন বাস্তবেও বিয়ের দিন দেখা যায় দীঘিকে।”
তবে জানা গেছে, এটি কেবলমাত্র একটি ফটোশুটের অংশ। এর আগেও বিভিন্ন সময়ে কনে সেজে ফটোশুট করেছেন দীঘি, তাই তার এই সাজ নতুন নয়। তবুও প্রতিবারের মতো এবারও তার সৌন্দর্য ও ক্যারিশমা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ফ্যাশন নিয়ে সচেতন দীঘি বরাবরই আলোচনায় থাকেন। তবে তাকে ঘিরে মূল আলোচনা সবসময়ই চলচ্চিত্রকেন্দ্রিক কাজ নিয়েই হয়ে থাকে। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এম রহিম পরিচালিত ‘জংলি’ চলচ্চিত্র, যেখানে নায়ক সিয়ামের বিপরীতে দেখা যায় দীঘিকে। দর্শকমহলে ছবিটি প্রশংসিত হয়।
যদিও আপাতত নতুন কোনো চলচ্চিত্রে দীঘির উপস্থিতি নেই, তবে সামনে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ভক্তরা এখন অপেক্ষায় আছেন পর্দায় দীঘির নতুন রূপে ফিরে আসার। আর ততদিন এই কনে সাজই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।