Ridge Bangla

নিজের প্রিয় অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি ছোটবেলার স্মৃতি, প্রিয় স্থান, অভিনয় জীবনের যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

শৈশবের স্মৃতিচারণায় সাফা বলেন, “আমার ছোটবেলা বরিশালে কেটেছে অনেকটাই। ভেকেশনে প্রায়ই যাওয়া হতো, বেশ লম্বা সময় ছিলাম সেখানে। বরিশাল এখনো আমার জন্য খুব আবেগের জায়গা। ছোটবেলায় নানাবাড়ি থাকায় যাওয়ার একটা উপলক্ষ ছিল, এখন আর ওভাবে যাওয়া হয় না।”

তিনি আরও বলেন, “বরিশালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পেয়ারা বাগান। নৌকায় করে পেয়ারা কেনাবেচা, আর চারপাশে যত চোখ যায় সব পেয়ারা বাগান—এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এটা আমার বরিশাল ঘিরে সবচেয়ে প্রিয় স্মৃতি।”

অভিনয় জীবন প্রসঙ্গে সাফা বলেন, “যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেটি ছিল এক ম্যাজিকাল প্রডাকশন। আমি কখনো ভাবিনি অভিনয়ে আসব বা একজন অভিনেত্রী হব। কিন্তু মানুষ যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়েছে, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভালো কিছু করার জন্য।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাফা বলেন, “নিজেকে আগামী ৫ বছরে আরও বড় পরিসরে দেখতে চাই। এমন সব কাজ করতে চাই, যেগুলো মানুষ মনে রাখবে। চাই, আমার ঝুলিতে অনেক ভালো কাজ থাকুক, যাতে দর্শকরা আলোচনা করে এবং দেশের বাইরেও আমি কাজ করতে পারি।”

নিজের কাজে নিবেদিতপ্রাণ এই অভিনেত্রী চান, দর্শকদের মনে তিনি চিরকাল জীবন্ত থাকুন।

আরো পড়ুন