রোববার (৬ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২৫২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ালিটি ইন্সপেক্টর উজ্জল হোসেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ৯ দিনের ছুটি শেষে রোববার থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিনই ১২টি ট্রাকে করে ২৫২ টন আলু রপ্তানি করা হয়। আলুগুলো নিরীক্ষা শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইনে আবেদন অনুযায়ী ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ ঈদের ছুটির আগে একই বন্দর দিয়ে ১১টি ট্রাকে করে ২৩১ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছিল। এখন পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ২ হাজার ৫৮৩ টন আলু নেপালে রপ্তানি হয়েছে।