ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান আইনজীবী।
মামলার বিবরণ থেকে জানা যায়, মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারিতে প্রতারণার অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে নানা পণ্য বিক্রি করে আসছিল। সেই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন এবং মূল্য পরিশোধ করেন। তবে প্রতিষ্ঠানটি ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলার রায় অনুযায়ী উভয়কে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।