Ridge Bangla

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রবিবার (৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবারের পর আরও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং পুরো মাস জুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।

আরো পড়ুন