দীর্ঘ ঈদের ছুটি শেষে গাজীপুরে ফিরতে শুরু করেছে নানা পেশার কর্মজীবী মানুষ। এবারের ঈদযাত্রায় তেমন কোনো ভোগান্তি না থাকায় যেমন স্বস্তিতে বাড়ি ফিরেছিলেন তারা, তেমনি ফেরার পথেও দেখা গেছে স্বস্তির ছাপ।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দেখা গেছে, মহাসড়কে ছিল না তেমন কোনো যানজট বা ভোগান্তি। যানবাহনের স্বাভাবিক চলাচলে স্বস্তিতে ফিরছেন মানুষ।
জানা গেছে, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করেন। ঈদের ছুটি শেষে তারা মাইক্রোবাস, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও গণপরিবহনে করে ফিরছেন কর্মস্থলে। দুপুর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে মোতায়েন রয়েছে সেনা সদস্য ও পুলিশ সদস্যরা। নাওজোড় থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, “ঈদের আগেও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। এখন ফিরতি যাত্রায়ও যাত্রীদের নিরাপত্তা দিতে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।”