Ridge Bangla

বড়াল নদীতে অবৈধ মাছ শিকার

বড়াল নদীতে অবৈধ মাছ শিকার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে বাঁধ দিয়ে এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার চলছে অবাধে। ছাঁকনি জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ ফাঁদে ধরা পড়ছে ছোট-বড় সব ধরনের মাছ, যার ফলে হুমকির মুখে পড়েছে নদীর প্রাকৃতিক মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য।

উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা এলাকায় নদীর প্রায় ১ কিলোমিটার জুড়ে স্থাপন করা হয়েছে অসংখ্য সুতিজালের বাঁধ। এসব বাঁধে প্রতিনিয়ত ধরা পড়ছে প্রজননক্ষম মাছসহ নানা প্রজাতির মাছের পোনা। ফলে মাছের অভয়ারণ্য ধ্বংসের পথে।

স্থানীয়দের অভিযোগ, কিছু লোভী ও অসাধু মৎস্য শিকারি এসব অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। তারা ছোট ডিঙি নৌকা ব্যবহার করে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে নির্বিচারে মাছ শিকার করছে। এতে বড়াল নদী হারাচ্ছে তার নাব্যতা ও স্বাভাবিক গতিপথ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন এলাকাবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ জাল ও বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে নদীর পরিবেশ ও মাছের প্রজনন নিরাপদ রাখা যায়।

আরো পড়ুন