ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ এপ্রিল) এই হামলায় ৯ শিশুসহ মোট ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। আহত হয়েছেন অন্তত ৬১ জন, যাদের মধ্যে ৪০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, হাসপাতালে থাকা আহতদের মধ্যে ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক, এছাড়াও আরও ১৭ জনের অবস্থা গুরুতর।
স্থানীয় কর্তৃপক্ষের মতে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০টি অ্যাপার্টমেন্ট ভবন, ৩০টিরও বেশি যানবাহন, একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং একটি রেস্তোরাঁ।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি এক বার্তায় বলেন, “ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের পাশেই একটি খেলার মাঠ ও সাধারণ রাস্তায় আঘাত হেনেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন হামলা প্রমাণ করে রাশিয়া কেবল যুদ্ধই চায়।”
জেলেনস্কি তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার। সেই সঙ্গে রাশিয়াকে সন্ত্রাস ও যুদ্ধ পরিত্যাগে বাধ্য করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য সহযোগীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।