৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান জানান, একই ক্যাডারে বা নিম্ন পছন্দক্রমের ক্যাডারে পুনঃমনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা বাতিল করে নতুন করে এ সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৫০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়েতে ৭ জন, তথ্যে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন।
এর আগে, গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। তবে তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে (আগের কোনো বিসিএসে একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত) সুপারিশ পাওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ প্রেক্ষিতে পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয় এবং প্রায় পাঁচ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত বিধিমালা অনুমোদন দেয়। নতুন বিধি অনুযায়ী পুনঃমূল্যায়নের পর বৃহস্পতিবার রাতেই প্রকাশিত হয় ৪৪তম বিসিএসের সংশোধিত সম্পূরক ফলাফল।