Ridge Bangla

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’: রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

আগামী ১৬ জুলাই (বুধবার) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ সরকার। এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক সরকারি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শোক পালনের নির্দেশ দিয়েছে সরকার।

এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হবে। জাতি এদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে সেইসব শহীদদের, যাঁরা গণতন্ত্র, মানবাধিকার এবং মুক্তির আন্দোলনে শহীদ হয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর জুলাই মাসজুড়ে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়। এবার তা রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা এল সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে।

আরো পড়ুন