Ridge Bangla

হাসিনাকে ফেরত পাঠাতে মোদি নেতিবাচক নন

sheikh hasina and narendra modi

ভারত ও বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করেন। এ প্রস্তাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, “যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তবে আমরা আপনার (ড. ইউনূস) প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবুও আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম।”

বৈঠকে বারবারই মোদি উল্লেখ করেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে নয়।

অন্যদিকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্প্রতিক সময়ে বহুবার বলেছি, আমরা চাই ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক। তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সাম্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।”

আরো পড়ুন