Ridge Bangla

হার্ট অ্যাটাকে হাসপাতালে হিরো আলম

বেশ কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ব্যক্তিগত ঘটনা নিয়ে আলোচনা আর বিতর্কে ছিলেন হিরো আলম। সম্প্রতি তিনি অভিযোগ করেন, রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। এই পরিস্থিতিতে মানসিক চাপের কারণে হিরো আলম বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেন। হিরো আলম নিজেই ফেসবুকে এই তথ্য জানান। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে হিরো আলম তার স্ত্রী রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। কিন্তু পরিবারের এবং সন্তানদের অনুরোধে তিনি আত্মহত্যার পরিকল্পনা থেকে সরে আসেন। এরপর নিজের ফেসবুক লাইভে সন্তানদের সঙ্গে থাকার ছবি শেয়ার করে নিজের মানসিক অবস্থার কথা জানান।

প্রথম পোস্টে হিরো আলম লিখেছিলেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”

আরেক পোস্টে তিনি জানান, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবন শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”

হিরো আলমের এই হঠাৎ হার্ট অ্যাটাকের খবর তার ভক্ত ও সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ঘটনা প্রতিফলিত করছে ব্যক্তিগত জীবনের চাপ ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার প্রয়োজন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন