Ridge Bangla

হবে না এশিয়া কাপ, বাংলাদেশ সফরে আসবে না ভারত

ভারত-পাকিস্তান মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আইপিএলের চলতি আসর স্থগিত হওয়ার পর ওলট-পালট হয়ে গেছে নির্ধারিত সূচি। এর ফলে বাংলাদেশ সফর ও আসন্ন এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিসিসিআই এই সফর নিয়ে এখন নেতিবাচক অবস্থান নিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপও বাতিল হয়ে যেতে পারে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ ওই সময়েই আয়োজন করতে পারে। যদিও আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত বলা হলেও, ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় ক্রিকেটাররা মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন।

উল্লেখ্য, গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পর থেকে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই কোনোভাবেই সফর ও এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে নমনীয় নয়, এমনকি আইপিএলের বাকি ম্যাচগুলো আগেই শেষ হলেও।

আরো পড়ুন