Ridge Bangla

স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে লাইভে কাঁদলেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন। পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিয়ের শুরুতে সম্পর্ক ভালো থাকলেও, কিছুদিন পর থেকে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়। এক সময় রিয়া বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথাও জানান।

দীর্ঘদিন দুই সন্তানকে নিয়ে একা জীবন চালিয়ে যাচ্ছিলেন রিয়া। তবে সম্প্রতি অরিন্দম চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নতুন অভিযোগ উঠলে, রিয়া লাইভে এসে বলেন, তার স্বামী পরকীয়া করছেন এবং মানসিকভাবে নির্যাতন করছেন। লাইভে বারবার আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায় তাকে।

অরিন্দমও পাল্টা এক লাইভে এসে রিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি প্রমাণ করা যায় তিনি অন্য নারীর সঙ্গে লিভ-ইন করছেন, তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন। সেই সঙ্গে তিনি রিয়ার বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন।

এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে রিয়া আবারও লাইভে এসে বলেন, “আমাদের সম্পর্কের শুরুটা খুব ভালো ছিল, ১২ বছর আগে একসঙ্গে পথচলা শুরু করেছিলাম। তখন ছিল সম্মান, ভালোবাসা—কিন্তু এখন সব শেষ। আমি চেয়েছিলাম, দুই পরিবার একসঙ্গে বসে শান্তিপূর্ণভাবে বিষয়টি মেটাক। কিন্তু সেটা হয়নি।”

লাইভে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও বিভিন্ন তথ্য ও প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, “পরকীয়া যে কেউ করতে পারে, কিন্তু সেটা যেন অন্য কারো মানসিক স্বাস্থ্য এবং বিশেষ করে আমার সন্তানদের উপর নেতিবাচক প্রভাব না ফেলে।”

লাইভে বারবার কান্নায় ভেঙে পড়া রিয়া তার আবেগ সামলে অনুরাগীদের কাছে ন্যায়বিচারের আবেদন জানান। এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরো পড়ুন