রাজধানীর কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. মাসুম হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুমের বিরুদ্ধে শুধু চাঁদাবাজির অভিযোগই নয়, তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মতো গুরুতর অপরাধের অভিযোগও রয়েছে। তাঁর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পুলিশ জানায়, মাসুম নিয়মিতভাবে কামরাঙ্গীরচরের স্বর্ণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতেন। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের একজন, স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী জানান, নিরাপত্তার অভাবে তিনি মাসুমকে একাধিকবার মোট ৫০ হাজার টাকা দিয়েছেন। এছাড়া আরও অনেক ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগে ব্যবসা বন্ধ করার চিন্তা করছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পুরান ঢাকার বংশালের কসাইটুলীর চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাসুমকে আটক করে। কামরাঙ্গীরচর থানা-পুলিশ জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান চলছে।