Ridge Bangla

স্টারলিংককে বাংলাদেশে ব্যবসার অনুমোদন দিল বিডা

starlink bangladesh

বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসা পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রবিবার (৬ এপ্রিল) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।” বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক। স্টারলিংক সেই নিবন্ধনও পেয়েছে বলে জানান তিনি।

নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) লাইসেন্স প্রয়োজন। আজ (রবিবার) তারা সেই লাইসেন্সের জন্য আবেদন করবে বলে জানা গেছে। নিয়ম মেনে আবেদন করলে প্রয়োজনীয় অনুমোদনও দেওয়া হবে। এতে করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে আর কোনো আইনি বাধা থাকবে না।

আরো পড়ুন