Ridge Bangla

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে: পরিবেশ উপদেষ্টা

সুন্দরবন রক্ষায় একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা (কনক্রিট অ্যাকশন প্ল্যান) গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট’ (এসইএ) সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, “সুন্দরবন আমাদের একটাই। সবাইকে একসঙ্গে কাজ করে এটিকে রক্ষা করতে হবে।” তিনি জানান, কনক্রিট অ্যাকশন প্ল্যানের পাশাপাশি সুন্দরবন রক্ষায় একটি কার্যকর সমন্বয় কাঠামো গঠন করা হবে, যাতে যেকোনো ঝুঁকি চিহ্নিত হলে বন ও পরিবেশ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্থাপন করতে পারে এবং সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব নিয়মিত পর্যবেক্ষণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি, কোন কোন পদক্ষেপ সুন্দরবন রক্ষায় জরুরি, তা নির্ধারণে একটি সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান প্রণয়নের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “সুন্দরবন সংরক্ষণে ‘বটম-আপ প্রসেস’—অর্থাৎ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্ব বাড়াতে হবে।” অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সুন্দরবন রক্ষা ও সংরক্ষণে একটি সুসংহত কাঠামো গড়ে উঠবে।

আরো পড়ুন