Ridge Bangla

‘সুড়ঙ্গ ২’ নিয়ে তমা মির্জার নতুন মন্তব্য, ‘মাসুদরা কখনো ভালো হয় না’

সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে সিক্যুয়াল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অবশেষে এই আলোচিত সিনেমার সিক্যুয়াল নিয়ে মুখ খুললেন ময়না চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তমা মির্জা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা জানান, ‘সুড়ঙ্গ ২’ অবশ্যই আসবে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “আমরা একটা আভাস পেয়েছি ‘সুড়ঙ্গ ২’ আসছে। তবে এখনো আমার সঙ্গে প্রোডাকশন হাউজ বা পরিচালকের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি।”

তমা মির্জা আরও বলেন, “‘সুড়ঙ্গ’-এর ময়না আর মাসুদের চরিত্র আসলে আমাদের আশপাশের মানুষের প্রতিচ্ছবি। আমি সবসময় বলি, মাসুদরা কখনো ভালো হয় না, ময়নাও না। বাস্তবেও লোভী মানুষ যেমন আছে, তেমনি ভালোবাসায় বিশ্বাস করে পরে প্রতারিত হয়ে প্রতিশোধ নেওয়া মানুষও আছে।”

তার ভাষ্যে ময়নার চরিত্র যেমন লোভের প্রতীক, মাসুদের চরিত্র তেমন নিঃস্বার্থ ভালোবাসার, যার পরিণতিতে আসে দুর্বিষহ প্রতারণা ও প্রতিশোধ। এই বাস্তবঘেঁষা চরিত্রগুলোই দর্শকদের মধ্যে সিনেমাটির প্রভাব বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

তমাকে সর্বশেষ দেখা গেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমায়, যা দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলেছে। নতুন কোনো সিনেমার ঘোষণা না এলেও ‘সুড়ঙ্গ ২’ নিয়ে তার মন্তব্যে সিনেমার ফ্যানদের মাঝে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দর্শকরা আশাবাদী, সিক্যুয়ালে তমা থাকলে তারা আরও শক্তিশালী ও জটিল এক গল্প পাবেন।

আরো পড়ুন