দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পড়শী রুমী। সিলেটের এই মেয়ে কয়েক বছর আগে পূর্ণাঙ্গ অভিনেত্রী হওয়ার লক্ষ্যে মিডিয়ায় কাজ শুরু করলেও পারিবারিক জটিলতায় এক সময় পেশা থেকে সরে দাঁড়ান। এখন তিনি অভিনয়ে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।
রুমী জানান, তিনি এরইমধ্যে কয়েকজন নাট্যনির্মাতার সঙ্গে কথা বলেছেন এবং শিগগিরই নতুন কাজ নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন। তবে শুধু নাটকে নয়, এবার তার লক্ষ্য রূপালি পর্দা। একটি ভালো গল্পের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখছেন তিনি।
তার ভাষায়, “অনেক নাটক, মিউজিক ভিডিও আর বিজ্ঞাপনে কাজ করেছি। কিন্তু সিনেমায় এখনো অভিনয় করা হয়নি। খুব ইচ্ছে করে একটি ভালো গল্পের সিনেমায় কাজ করতে। চরিত্রটি বড় না হলেও যেন তা দর্শকের মনে দাগ কাটে।”
রূপালি পর্দার প্রতি আকর্ষণের কথা জানিয়ে রুমী বলেন, “জানি না এই স্বপ্ন পূরণ হবে কি না, তবে আমি সত্যিই চাই। কারণ, সিনেমার আবেদন একেবারে আলাদা।”
শিল্পী জীবনের শুরুতে তিনি এটিএন বাংলার ‘নাট্যযুদ্ধ’ ও চ্যানেল আইয়ের ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান। এরপর নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে হয়ে ওঠেন পরিচিত মুখ। এখন আবার সেই আলোয় ফিরতে চান তিনি—এইবার আরও বড় স্বপ্ন নিয়ে।