ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘর সমৃদ্ধ সংগ্রহের জন্য খ্যাতি অর্জন করেছে বিশ্বজুড়ে। তবে এখানেই ঘটেছে সিনেমাকেও হার মানানো এক চুরির ঘটনা। জাদুঘর থেকে মূল্যবান মুকুট রত্ন চুরির ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) প্যারিসের প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়, চার্লস দ্য গল বিমানবন্দর থেকে বিমানে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তাদের একজনকে আটক করা হয়। বিশ্বের সর্বাধিক পরিদর্শিত এই জাদুঘর থেকে ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের জিনিসপত্র চুরি করে ওই চোরদের চক্রটি। প্রকাশ্যেই চারজন চোর জাদুঘরে প্রবেশ করেছিল।
এদিকে এ ঘটনার পর ফ্রান্সের বিচারমন্ত্রী নিরাপত্তা প্রটোকল ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন। ফরাসি গণমাধ্যম সূত্রে জানা গেছে, যেখান থেকে মূল্যবান রত্নটি চুরি করা হয়েছে, সেখানকার প্রতি চারটি ঘরের একটিতেও কোনো সিসি ক্যামেরা ছিল না।
ফরাসি পুলিশ জানিয়েছে, চোরেরা মাত্র চার মিনিটের জন্য ভেতরে প্রবেশ করেছিল এবং সকাল সাড়ে নয়টার দিকে বাইরে অপেক্ষা করা দুটি স্কুটিতে পালিয়ে যায়। এই ঘটনার পর ফ্রান্সজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।