শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকার সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নবীনগর-চন্দ্রা সড়কে এ ঘটনায় বাসটি যাত্রীদের মালামালসহ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস রাত ৯টার দিকে মোজারমিল এলাকায় পৌঁছালে হঠাৎ তাতে আগুন লাগে। আগুনের সূত্রপাত টের পেয়ে চালক বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন। এতে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান, তবে তাদের মালামালসহ বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।”
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।