Ridge Bangla

সহকারী শিক্ষকসহ কয়েকটি প্রশাসনিক পদের নাম পরিবর্তন করলো মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘সহকারী শিক্ষক’ পদটি এখন থেকে শুধু ‘শিক্ষক’ নামে পরিচিত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতার অংশ হিসেবে আরও চারটি প্রশাসনিক পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ অনুযায়ী এই পদগুলোর নতুন নামকরণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ের দায়িত্ব পালনে যেসব কর্মকর্তার ভূমিকা রয়েছে, নতুন নামগুলো তা আরও বাস্তবধর্মী ও দায়িত্বভিত্তিক করে তুলবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার এন্ট্রি পদ ‘সহকারী শিক্ষক’ নয়, শুধু ‘শিক্ষক’ হিসেবে বিবেচিত হবে। এতে দেশের প্রায় ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদে এই পরিবর্তন কার্যকর হবে।

নাম পরিবর্তন হওয়া আরও চারটি পদ হলো:

  • সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার → অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

  • অর্থ কর্মকর্তা → হিসাবরক্ষণ কর্মকর্তা

  • সহকারী মনিটরিং অফিসার → প্রশাসনিক কর্মকর্তা

  • পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক → সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)

এই রদবদলের আওতায় পরীক্ষণ বিদ্যালয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে দেশে ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে, যেখানে নতুন নাম অনুযায়ী শিক্ষকরা ‘সহকারী ইনস্ট্রাক্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতে পদোন্নতি, প্রশিক্ষণ, মূল্যায়ন ও দায়বদ্ধতা নিশ্চিত করতে এই কাঠামো কার্যকর ভূমিকা রাখবে।

আরো পড়ুন