জুলাই-অগাস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ঢাকার গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তুলতে চলতি বছরের ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করতে চায় সরকার। এজন্য জাদুঘরের সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) অংশের নির্মাণ ও সংস্কারকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’কে, এবং সিভিল নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। ই/এম খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ টাকা এবং সিভিল অংশে ৭০ কোটি ৩৭ লাখ টাকা।
এর আগে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী আগামী ৫ আগস্ট জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির প্রস্তাব দিলে কমিটি তা অনুমোদন দেয়। নতুন জাদুঘরে ১৯ জুলাই অভ্যুত্থানের ঘটনা, শহীদদের স্মৃতিসৌধ এবং নিপীড়নের চিত্র ও দলিলাদির প্রদর্শন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।