Ridge Bangla

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

প্রথম ধাপে ছয়টি বিভাগে মোট ১০,২১৯টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই বিভাগগুলো হলো—রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে ৪,১৬৬টি পদ শূন্য রয়েছে।

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।

এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন।

পরবর্তীতে ২ নভেম্বর প্রকাশিত সংশোধিত বিধিমালা ২০২৫-এ নতুন করে প্রস্তাবিত সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করা হয়। পাশাপাশি কিছু শব্দগত ও প্রশাসনিক পরিবর্তন আনা হয় বিধিমালায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫২

আরো পড়ুন