Ridge Bangla

সময় নিজেই সব বলে দেয়”: নুসরাত ফারিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা প্রায়ই নিজেদের কাজের খবর কিংবা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন, যা ভক্তদের মাঝে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়াও ব্যতিক্রম নন। বুধবার (১৬ জুলাই) সকালে নিজের ফেসবুক পেজে সময় নিয়ে একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লিখেছেন, “সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে… আমি ছেড়ে দিলাম।”

তার এই স্ট্যাটাস ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে একমত প্রকাশ করেছেন ও সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, “আপু ১০০% ঠিক বলেছেন। সময় সবসময় যোগ্য জবাব দেয়।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।”

আরও একজন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন।” অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, “অসাধারণ কথা বলেছেন। অসাধারণ যুক্তি। আপনি এবং দুলাভাই কখনো অযৌক্তিক কিছু বলেন না। সবসময় আপনার পাশে আছি, আপু।”

নুসরাত ফারিয়ার এই স্ট্যাটাসটি কোনো ব্যক্তিগত অভিমত, না কি সাম্প্রতিক কোনো বিতর্কের প্রতিক্রিয়া—সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করে বলেননি। তবে ভক্তদের অনেকেই ধারণা করছেন, এটি কোনো সমালোচনা বা বিতর্কের জবাব হিসেবেই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া দুই বাংলার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি ও স্পষ্ট বক্তব্য বরাবরই আলোচনার জন্ম দেয়।

আরো পড়ুন