Ridge Bangla

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার তাগিদ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস থেকে কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছে। সম্প্রতি ফরিদপুরে অবস্থিত টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন শেষে এ আহ্বান জানানো হয়।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই পরিদর্শনে অংশ নেয়। দলের অন্যান্য সদস্যরা হলেন—পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া।

পরিদর্শনকালে প্রতিনিধি দল টাইমস ইউনিভার্সিটির নতুন স্থানান্তরিত ভবন ঘুরে দেখে এবং শিক্ষক-কর্তৃপক্ষের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রফেসর আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালনার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করতে হলে স্থায়ী অবকাঠামো অপরিহার্য। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার বিষয়েও অবহিত হন এবং তা প্রশংসার সঙ্গে উল্লেখ করেন।

আরো পড়ুন