Ridge Bangla

শুভ কাজ সম্পন্ন করলেন অভিনেতা শামীম হাসান

অভিনেতা শামীম হাসান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার শুক্রবার, ৪ এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের খবর জানান। ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”

শামীমের স্ত্রীর নাম আফসানা প্রীতি। প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তিনি ফরিদপুরের মেয়ে এবং পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তার প্রোফাইল পিকচারে বিয়ের একটি ছবিও দেখা গেছে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

শামীমের প্রেম ও বিয়ে নিয়ে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শোনা গেছে। এরপর অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো বাস্তব সম্পর্ক।

তবে এসব গুঞ্জনের জবাবে শামীম জানান, পূর্বের বিয়ের পোস্ট এবং ছবিগুলো ছিল নাটকের দৃশ্য কিংবা স্রেফ মজা করার জন্য তোলা। এবারের ঘোষণা ছিল সত্যিকারের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আরো পড়ুন