অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং চলাকালীন মারাত্মকভাবে আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত বলিউড অভিনেত্রী আদাহ শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি স্ট্যান্ট দৃশ্যের মহড়া চলাকালীন মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে আদাহ শর্মার নাকে আঘাত লাগে এবং তা ফুলে যায়। তবে একজন পেশাদার অভিনেত্রীর মতো তিনি শুটিং বন্ধ না করে কাজ চালিয়ে যান।
আদাহ বলেন, “ব্যথা তো সাময়িক, সিনেমার কাজটা শেষ করা জরুরি ছিল। যেদিন আঘাত পাই, সেদিন রাতে একটি মিউজিক ভিডিওর শুটিং চলছিল। শটের মাঝে আইস প্যাক ব্যবহার করেছি, মেকআপ দিয়েই ফোলা জায়গা ঢেকে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এই ঘটনার পর বুঝেছি, মানসিক শক্তি কতটা গুরুত্বপূর্ণ। আহত হলেও কাজ চালিয়ে যাওয়ায় আমি ভেতর থেকে আরও দৃঢ় হয়েছি।”
আদাহ শর্মার বলিউড অভিষেক হয় হরর চলচ্চিত্র ‘১৯২০’ দিয়ে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর একাধিক ছবিতে অভিনয় করলেও ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি তাকে সর্বাধিক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এবং আদাহর অভিনয় দর্শকদের দারুণভাবে ছুঁয়ে যায়।
অ্যাকশন ও স্ট্যান্ট দৃশ্যে নিজের দক্ষতা প্রমাণে বরাবরই সাহসী ভূমিকা রাখেন আদাহ। এবারও তার শুটিং চলাকালীন পেশাদার মনোভাব ও দায়িত্ববোধের নিদর্শন হয়ে থাকলো এই ঘটনাটি। আহত হয়েও কাজ চালিয়ে যাওয়ার এই মানসিকতা আদাহকে শুধু অভিনয়শিল্পী নয়, একজন নিবেদিতপ্রাণ পারফর্মার হিসেবেও প্রতিষ্ঠিত করছে।