শরীয়তপুর শহরের দুবাই প্লাজার ইসলামী ব্যাংক শাখার সিঁড়িতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ছিনতাই। বুধবার (২ জুলাই) সকালে রেমিট্যান্সের টাকা উত্তোলনের পরপরই দুই নারী গ্রাহক একদল নারী ছিনতাইকারীর কবলে পড়েন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনার সুবিধা নিয়ে তারা প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী শারমিন আক্তার লিজা জানান, প্রবাসী স্বামীর পাঠানো ৮৫ হাজার টাকা তুলেই ব্যাংক থেকে নামছিলেন। সেসময় ছয়জন নারী, যাদের পরনে ছিল কালো ও লাল রঙের বোরকা, তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি করে এবং ব্যাগ থেকে টাকা তুলে নেয়। তিনি জানান, সবকিছু এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই টাকা নিয়ে তারা সটকে পড়ে।
অপর এক নারী গ্রাহকের ব্যাগ থেকেও ১ লাখ ৫০ হাজার টাকা তুলে নেয়া হয়, তবে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয়জন নারী সংগঠিতভাবে গ্রাহকদের ঘিরে ফেলে ঘোলাটে পরিবেশ তৈরি করে ছিনতাই সম্পন্ন করে। পুরো ঘটনা ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে।
এ ঘটনায় শহরে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, ব্যাংক এলাকা ও আশপাশে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি রয়েছে।
ব্যাংক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ভবিষ্যতে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হবে। তবে ব্যাংকের বাইরে সংঘটিত ঘটনায় ব্যাংক দায় নেবে না।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি, এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”