Ridge Bangla

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের খবরে স্বস্তির নিঃশ্বাস

rohingya repatriation

দীর্ঘদিন ধরে দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা প্রত্যাবাসনের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা। তবে তারা নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি নাগরিক অধিকার, জান-মালের নিরাপত্তা এবং ভিটেমাটির নিশ্চয়তা চান।

উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার পক্ষ থেকে নেতারা জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলে তারা যেকোনো সময় নিজ দেশ মিয়ানমারে ফিরতে প্রস্তুত।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানিয়েছেন, মিয়ানমার সরকার ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। আরও ৭০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

প্রত্যাবাসনের এই অগ্রগতির খবরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্বস্তি ফিরে এসেছে। রোহিঙ্গা নেতারা ড. ইউনূস সরকারের আন্তরিকতা, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং মানবিক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন