Ridge Bangla

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে বিদ্যুৎ বিভ্রাট

রাশিয়ার রাতব্যাপী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। বিদ্যুৎ না থাকায় শহরের পূর্বাঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই হামলায় অন্তত নয়জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন মেয়র ভিটালি ক্লিচকো। তিনি বলেন, হামলার ফলে একাধিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে হাজারো মানুষ বিদ্যুৎ ও পানি সেবা থেকে বিচ্ছিন্ন।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় পৃথক এক রুশ ড্রোন হামলায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের আঞ্চলিক প্রশাসনের প্রধান। হামলার সময় শিশুটি তার পরিবারের সঙ্গে ঘরে ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা বৃদ্ধি করেছে। এর উদ্দেশ্য শীতের আগে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দুর্বল করে ফেলা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন রাশিয়ার ওপর বাস্তব ও কার্যকর চাপ প্রয়োগে পদক্ষেপ নেন। তিনি বলেন, “রাশিয়া আবারও আমাদের নাগরিক অবকাঠামোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। আমাদের প্রতিরক্ষা জোরদার করতে বিশ্বকে আরও সক্রিয় হতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন