Ridge Bangla

রাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০, আহত ১৮

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে একটি সামরিক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের পর রোস্তেক করপোরেশনের টেকনোদিনামিকা গ্রুপের অধীন একটি প্লাস্টিকস কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার এক বিবৃতিতে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এটি কোনো ড্রোন হামলা নয়, বরং নিরাপত্তা বিধি লঙ্ঘনের ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।” রাশিয়ার তদন্ত কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, কারখানার প্রযুক্তিগত প্রক্রিয়ার সময় নিরাপত্তা নিয়ম মানা হয়নি, যার ফলে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে আগুন কারখানার ভেতরেই সীমিত রাখা সম্ভব হয়েছে।

চেলিয়াবিনস্ক অঞ্চলটি রাশিয়ার দক্ষিণ ইউরাল এলাকায় অবস্থিত, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে। দুর্ঘটনাকবলিত কারখানাটি মূলত সামরিক কাজে ব্যবহৃত বিস্ফোরক ও গোলাবারুদ তৈরির জন্য পরিচিত। এর আগে, গত ১৭ অক্টোবর রোস্তেকেরই আরেকটি কারখানায় একই ধরনের বিস্ফোরণে ছয়জন আহত হন। সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়ার বিভিন্ন সামরিক শিল্প এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটায় দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৭৬

আরো পড়ুন