Ridge Bangla

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর বাইপাস সড়কে।

নিহতরা হলেন জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, প্রায় ৫০ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে একজন হাসপাতালে মারা যান এবং গুরুতর আহত ৪০ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন