Ridge Bangla

রাজধানীতে গরমের অবসান ঘটিয়ে এক পশলা স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা তাপপ্রবাহে হাঁসফাঁস করা রাজধানীবাসীর জন্য শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর ঝড়ো হাওয়াসহ শুরু হওয়া বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে আসে। হঠাৎ এই বৃষ্টিতে অনেকেই ভিজে গেলেও, বেশিরভাগই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত ১টা পর্যন্ত দেশের বেশ কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এই বৃষ্টির ফলে রাজধানীসহ আশপাশের অঞ্চলের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও কিছু জায়গায় বৃষ্টির কারণে অস্থায়ীভাবে দুর্ভোগও দেখা গেছে। তবু টানা গরমের পর এমন স্বস্তির বৃষ্টি অনেকের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন