গত ৫ এপ্রিল, শনিবার রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোন। অভিযানে মোট ১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রুবেল (২৭), মুরাদ (২৫), মিরাজ (২৫), জাবেদ (৩০), সাম (২০), মুনসুর (৩৬), আরিফ (২৪), মন্টি পাটোয়ারী (২৭), জামিল (৪৫), সজল (২৮), রাশেদ (৩০), শোয়েব (২২), তাহিদুল (১৮), মাহাফুজ (১৮), এবং আরিফ (২৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, পেশাদার মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।