মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং সেবাকে আরও পেশাদার ও আধুনিক করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তিতে ডিএমটিসিএলের পক্ষ থেকে স্বাক্ষর করেন সংস্থার সচিব খন্দকার এহতেশামুল কবির আর এনেক্স কমিউনিকেশনসের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক শরিফ সাব্বীর। অনুষ্ঠানে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুর রহমানসহ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ডিএমটিসিএলের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল ওহাব এবং অন্যান্য কর্মকর্তারা।
ঢাকার নগর পরিবহনে মেট্রোরেল যে গতি, সুবিধা ও নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে- এটি এখন সর্বজনবিদিত। যাত্রীসংখ্যা বৃদ্ধি, চলাচলের বিস্তৃতি এবং রুট সম্প্রসারণ- সবকিছু মিলিয়ে মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং এখন অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হিসেবে গুরুত্ব পাচ্ছে।
এই চুক্তির ফলে মেট্রোরেলের ভেতরে ব্র্যান্ডগুলোর জন্য নতুন বিজ্ঞাপনী সুযোগ সৃষ্টি হলো। প্রতিদিন বিভিন্ন বয়স ও পেশার লাখো মানুষ যাতায়াতের সময় মেট্রোরেলের অভ্যন্তরের বিজ্ঞাপনগুলোর সামনে দিয়ে যাবে। ফলে ব্র্যান্ডগুলোর বার্তা আরও সহজে, স্বাভাবিকভাবে এবং প্রাসঙ্গিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে।
এনেক্স কমিউনিকেশনস লিমিটেড দীর্ঘদিন ধরে সৃজনশীল যোগাযোগ ও কৌশলভিত্তিক বিজ্ঞাপনী সমাধানের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে আসছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলের বিজ্ঞাপন অভিজ্ঞতা হবে আরও সুসংগঠিত, দর্শনীয় এবং মানোন্নত।
অন্যদিকে, ডিএমটিসিএলও মনে করে, মেট্রোরেলের প্রতিটি যাত্রা শুধু একটি গন্তব্যে পৌঁছানোর অভিজ্ঞতা নয়, এটি নগরবাসীর যোগাযোগ ও ব্র্যান্ডের সাথে ক্রেতাদের সংযোগের এক নতুন মাত্রা তৈরি করবে।