Ridge Bangla

মিথ্যা তথ্য ও ভুয়া খবর বড় সমস্যা: ড. মুহাম্মদ ইউনূস

গণমাধ্যমে মিথ্যা তথ্য ও ভুয়া খবর ছড়ানোকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ বিষয়ে জাতিসংঘ ও ইউনেস্কোর প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজের সঙ্গে বৈঠককালে ড. ইউনূস বলেন, “আমাদের মূল সমস্যা এখন ভুয়া খবর ও মিথ্যা তথ্য। এর বড় একটি অংশ প্রবাসী কিছু ব্যক্তির মাধ্যমে ছড়ানো হচ্ছে, তবে কিছু স্থানীয় ব্যক্তিও এতে জড়িত। এটি যেন অব্যাহত বোমাবর্ষণের মতো।”

তিনি আরও বলেন, “শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, প্রচলিত গণমাধ্যমও মাঝে মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জাতিসংঘের উচিত সরাসরি গণমাধ্যমগুলোর সঙ্গে আলোচনায় বসা।” তিনি মনে করিয়ে দেন, “স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। কোনো গণমাধ্যম বারবার মিথ্যা প্রচার করলে তাদের উচিত বুঝিয়ে দেওয়া যে তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।”

এ সময় ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ জানান, আগামী ৩ জুলাই প্রকাশিতব্য ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদনে গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, নৈতিকতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে সুপারিশ থাকবে। ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ যোগ করেন, প্রতিবেদনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়েও গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, এই প্রতিবেদনটি ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।

আরো পড়ুন