Ridge Bangla

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন পাঠানো হয়েছে।

এদিকে, গত ১০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। মন্ত্রণালয়ের উপ-মহাসচিব (নীতি ও নিয়ন্ত্রণ) স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, যেসব বাংলাদেশি কর্মী ২০২৫ সালে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রির জন্য আবেদন করতে হবে না। তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসায় রূপান্তরিত হবে।

হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা আরও সহজে ও একাধিকবার যাতায়াত করতে পারবেন, যা তাদের কর্মজীবনে স্বস্তি ও সুবিধা এনে দেবে।

প্রসঙ্গত, মাল্টিপল এন্ট্রি ভিসার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিকবার মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ থাকে। আগে বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসায় কেবল একবার প্রবেশের অনুমতি দেওয়া হতো।

বাংলাদেশ হাইকমিশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা জানিয়েছে।

আরো পড়ুন