শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। কর্মসূচির মূল মঞ্চ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন। একইসঙ্গে অবিলম্বে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দলমত নির্বিশেষে এক কণ্ঠে বিশ্ববাসীকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
কর্মসূচিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হন বিভিন্ন বয়স ও পেশার মানুষ।
এদিন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টসহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানান।
সবার কণ্ঠে ছিল একটাই দাবি—গোটা মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কার্যকর ও সাহসী প্রতিবাদ জানাতে হবে।