জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও শেষ টেস্টে নেমে রীতিমতো ধস নেমেছে ক্যারিবিয়ান শিবিরে। ২০৪ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির আছে কেবল একবার—১৯৫৫ সালে নিউজিল্যান্ডকে ২৬ রানে অলআউট করেছিল ইংল্যান্ড।
মাত্র ১৪.৩ ওভার বা ৮৭ বলে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। যা টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম অলআউট হওয়ার রেকর্ড। সাতজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলীয় সর্বোচ্চ স্কোর ছিল জাস্টিন গ্রেভসের ১১।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী। নিজের ১০০তম টেস্টে ৭.৩ ওভারে ৯ রান খরচে ৬ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়ে গড়েছেন টেস্ট ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড। একইসঙ্গে পৌঁছে গেছেন ৪০০ উইকেটের মাইলফলকে। এছাড়া স্কট বোল্যান্ড হ্যাটট্রিক করেন ১৪তম ওভারে টানা তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে।
এর আগে, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াও বেশিক্ষণ টিকতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ২৭ রানে ৫ উইকেট এবং শামার জোসেফ ৩৪ রানে ৪ উইকেট শিকার করেন। ফলে দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২২৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে অলআউট হওয়ায় দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক অবস্থানে ছিল সফরকারীরা। শেষ পর্যন্ত তারা ১৭৬ রানে বিশাল জয় তুলে নেয় এবং ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। এই জয়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২২৫ ও ১২১
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ ও ২৭
ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী