Ridge Bangla

মস্কোকে লক্ষ্যবস্তু বানানো উচিৎ হবে না ইউক্রেনের: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের উচিত নয় মস্কোকে লক্ষ্যবস্তু বানানো। তিনি স্পষ্ট করে বলেন, “আমি চাই না ইউক্রেন মস্কোতে হামলা চালাক।”

এর আগে ৪ জুলাই ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি গোপনে ইউক্রেনকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালাতে উৎসাহ দিচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প প্রশ্ন করেছিলেন, “আমি যদি তোমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেই, তাহলে কি তোমরা রাশিয়ায় হামলা চালাতে পারবে?”

তবে হোয়াইট হাউস দ্রুত একটি বিবৃতিতে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প কেবল একটি প্রশ্ন করেছিলেন, যা কোনোভাবেই সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে ছিল না। বরং এটি ছিল পরিস্থিতি বোঝার একটি অংশ।

এই সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু করতে চাই না, যেটা সহিংসতা আরও বাড়িয়ে দেয়। এই যুদ্ধকে প্রসারিত করা আমাদের লক্ষ্য নয়।”

বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী বছর হওয়ায় ট্রাম্প চাইছেন যুদ্ধ নয়, শান্তিপূর্ণ বার্তা দিয়েই তার অবস্থান তুলে ধরতে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে আলোচনার ওপর জোর থাকলেও সেটি তার রাজনৈতিক কৌশলেরই অংশ বলে মনে করছেন অনেকে।

আরো পড়ুন