আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে, এরপর ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে প্রথমবারের মতো এই নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। নোটটিতে স্বাক্ষর রয়েছে বর্তমান গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।
নতুন নোটের ডিজাইনে সামনের অংশে রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। মাঝামাঝি স্থানে রয়েছে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা। আর নোটের পেছনে রয়েছে সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নিরাপত্তা চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। নোটটির মোট নকশাজুড়ে সবুজ রঙের ব্যবহার প্রধান্য পেয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জালিয়াতি রোধে নোটটিতে সংযোজন করা হয়েছে ১০ ধরনের আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে অন্যতম হলো রঙ পরিবর্তনশীল বিশেষ কালি যা নোট নড়াচড়া করলে ডান পাশে থাকা ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে রূপান্তরিত হয়। আরও রয়েছে লাল ও স্বর্ণালি রঙের মাইক্রো প্রিন্টযুক্ত নিরাপত্তা সুতা, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যাবে। নতুন সিরিজে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে এসেছে।