Ridge Bangla

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সাবা কামার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবা কামার বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার (৩ আগস্ট) বেসরকারি এক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

সামা টিভির খবরে বলা হয়েছে, হঠাৎ অসুস্থবোধ করায় সাবা কামারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহের নেতৃত্বে একটি মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব নেয়। অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

পাকিস্তানের বিনোদন জগতে সাবা কামার এক পরিচিত নাম। ২০০৫ সালে ‘ম্যায় আওরাত হুন’ নাটকের মাধ্যমে তার টেলিভিশন ক্যারিয়ার শুরু হয়। এরপর ‘দাস্তান’, ‘মাত’, ‘বাঘি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেন তিনি।

শুধু ছোটপর্দা নয়, বড়পর্দায়ও সমানভাবে সফল সাবা কামার। ২০১৭ সালে বলিউড অভিনেতা ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অভিনয় করে ভারত-পাকিস্তান দুই দেশেই ব্যাপক প্রশংসা পান। এছাড়া ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ ছবিতেও তার অভিনয় বিশেষভাবে আলোচিত হয়।

অভিনয়ের পাশাপাশি সাবা কামার মডেলিং ও উপস্থাপনায়ও সমান দক্ষতা দেখিয়েছেন। ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রীর হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে অসংখ্য বার্তা আসতে থাকে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েকদিন বিশ্রামে থাকার পরই তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন